যেভাবে দেখবেন এসএসসি পরীক্ষার ফলাফল ২০২৪ | SSC Exam Result 2024 Best Technic
আগামী রোববার (১২ মে) প্রকাশ করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি – SSC) ও সমমানের পরীক্ষার ফলাফল। ওই দিন বেলা ১১:৩০ মিনিটে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইন একযোগে ফলাফল প্রকাশিত হবে। সোমবার (০৬ মে) ঢাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য প্রকাশ করা হয়।
যারা ইতোমধ্যে এসএসসি – SSC রেজাল্ট চেক করার জন্য গুগলে সার্চ করেও কোন সঠিক ভাবে রেজাল্ট দেখতে পারছেন না। তাদের জন্যে আমাদের এই আর্টিকেল এখানে আপনি খুব সহজেই এসএসসি – SSC রেজাল্ট চেক করতে পারেন কোন ধরনের ঝামেলা ছাড়াই।
অনলইনে এসএসসি – SSC ও সমমানের পরীক্ষা রেজাল্ট দেখার নিয়ম:
রবিবার (১২ মে) ১১ টার পর থেকে এসএসসি – SSC পরীক্ষা – ২০২৪ এর ফলাফল শিট ডাউনলোড করা যাবে। এবং আপনি আলাদাভাবেও নিজের রেজাল্ট দেখতে পারবেন।
এসএসসি – SSC পরীক্ষার চেক করার জন্য প্রথমে (http://www.educationboardresults.gov.bd/) এই ওয়েবসাইটে প্রবেশ করুন এরপর নিচে দেওয়া নিয়মগুলো লক্ষ্য করুন।
ওয়েবসাইটে প্রবেশের পর
>> Examination এর ঘরে এসএসসি – SSC অপশনটি সিলেক্ট করুন
>> এরপর Year ক্লিক করে ২০২৪ সিলেক্ট করুন
>> এরপর Board সিলেক্ট করুন (মনে রাখবেন এখানে আপনার শিক্ষাবোর্ড সিলেক্ট করতে হবে।)
>> Roll এর ঘরে আপনার এসএসসি – SSC পরীক্ষার রোল নম্বরটি লিখুন
>> এরপর Reg: No ঘরে আপনার এসএসসি – SSC পরীক্ষার রেজিষ্ট্রশন নাম্বারটি লিখুন
সর্বশেষ যেকোন সংখ্যার যোগফল লিখুন (যেমন: 8 + 1) এবং Submit বাটনে ক্লিক করুন। তাহলে আপনি খুব সহজেই আপনার কাঙ্খিত এসএসসি – SSC পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।
SMS এর মাধ্যমে এসএসসি – SSC পরীক্ষার ফলাফল চেক করার নিয়ম:
SMS দিয়ে এসএসসি – SSC পরীক্ষার রেজাল্ট দেখার জন্য আপনি সর্বপ্রথম আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস> Board <স্পেস> Roll <স্পেস> 2024 লিখে Send করুন 16222 নাম্বারে।
উদাহরনঃ SSC BAR 24597 2024 লিখে Send করুন 16222 নাম্বারে
SMS এর মাধ্যমে এসএসসি – SSC পরীক্ষার রেজাল্ট খুব সহজে এবং দ্রুতভাবে দেখা যায়।
তিনভাবে পরীক্ষার ফলাফল জানতে পারবেন এসএসসি – SSC ভোকেশনাল শিক্ষার্থীরা
১. কারিগরি শিক্ষা বোর্ডের এই https://bteb.gov.bd/ ওয়েবসাইট থেকে এসএসসি – SSC ভোকেশনাল পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্ট ম্যানু ক্লিক করুন।
২. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের (http://www.educationboardresults.gov.bd/) এই ওয়েবসাইটের মাধ্যমে এসএসসি – SSC ভোকেশনাল পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। নিয়মটি উপরে উল্লেখ্য করা রয়েছে।
৩. SMS এর মাধ্যমে এসএসসি – SSC ভোকেশনাল পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। নিয়মটি উপরে উল্লেখ্য করা রয়েছে।
শেষকথা: আশকরি আপনি খুব সহজেই এসএসসি – SSC পরীক্ষার ফলাফল জানতে পেরেছেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দ্রুত এসএসসি – SSC পরীক্ষার রেজাল্ট সুযোগ করে দিন। ধন্যবাদ