দক্ষতা ছাড়াই ঘরে বসে মোবাইল দিয়ে অনলাইন ইনকাম

0
367
মোবাইল দিয়ে অনলাইন ইনকাম- itpalacebd
মোবাইল দিয়ে অনলাইন ইনকাম- itpalacebd

দক্ষতা ছাড়াই ঘরে বসে মোবাইল দিয়ে অনলাইন ইনকাম

বর্তমানে ইন্টারনেটের সহজলভ্যতার কারণেই অনলাইনে ইনকাম করা আগের থেকে বেশ সহজ হয়ে গেছে। বর্তমানে প্রযুক্তির এর যুগে মানুষ সকালে ঘুম থেকে উঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত প্রযুক্তির উপরে নির্ভরশীল। মানুষের এই প্রযুক্তি ও অনলাইন নির্ভর মানসিকতা অনলাইন ইনকামের অনেক দার উম্মোচন করেছে। খুব সহজেই অনেক মানুষ ভালো একটা পরিমানের অর্থ অনলাইন থেকে উপার্জন করছে। দেশের লাখ লাখ মানুষ এখন এই অনলাইন ইনকাম (Online Income) এর উপরে নির্ভরশীল।

বিশেষ কোন দক্ষতা বা ডিগ্রি না থাকলেও অনেকে ঘরে বসে অনলাইনে হাজার হাজার টাকা ইনকাম করতেছে। বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট ও রিসোর্স আছে, যা কাজে লাগিয়ে আপনিও অনলাইন থেকে আয় করতে পারবেন।

মোবাইল দিয়ে অনলাইন ইনকাম- itpalacebd
মোবাইল দিয়ে অনলাইন ইনকাম- itpalacebd

আজকের আর্টিকেলে আপনি জানবেন কিভাবে দক্ষতা বা ডিগ্রি ছাড়া সহজে অনলাইন ইনকাম (Online Income) করা যায়। পর্যায়ক্রমে আপনাদেকের কাছে অনলাইন ইনকামের খুটিনাটি সকল কিছু নিয়ে আসবো। আপনি যদি এই সেক্টরে নতুন হন, এই আনুচ্ছেদটি আপনাকে অনেক সহায়তা করবে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন, আশা করছি উপকৃত হবেন। তাহলে চলুন শুরু করা যাক…

দক্ষতা ছাড়াই অনলাই ইনকামের ১০টি উপায়

১. পিটিসি (PTC) ওয়েবসাইট থেকে অনলাইন ইনকাম:

আপনি Neobux, Swagbucks, BuxP-এর মত পেইড-টু-ক্লিক (PTC) ওয়েবসাইটগুলোতে গিয়ে অ্যাডে ক্লিক করে অনলাইন থেকে ভালো পরিমানের অর্থ উপার্জন করতে পারেন। এই সাইটগুলো রেফারেন্স প্রোভাইডের মাধ্যমে আপনাকে অর্থ উপার্জন করতে সাহায্য করবে।

২. ভিডিও দেখে অনলাইন ইনকাম:

আপনি আপনার সুবিধামতো কিছু শর্ট ভিডিও দেখেও অনলাইন থেকে আয় করতে পারবেন। এর জন্য আপনি Nielson রিসার্চ ফার্মের দ্বারস্থ হতে পারেন। এছাড়া InboxDollars ও ভিডিও দেখার জন্য আপনাকে টাকা প্রদান করবে।

৩. সোশ্যাল মিডিয়ায় স্পনসরড প্রোডাক্ট প্রোমোট করে অনলাইন ইনকাম করতে পারবেন:

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোও আপনাকে অনলাইন ইনকাম করতে সাহায্য করতে পারে। কারণ এমন অনেক প্রাতিষ্ঠান আছে যাদের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করেন, তাহলে প্রতিষ্ঠানগুলো আপনাকে তার জন্য বেশ কিছু অর্থ প্রদান করবে। এজন্য আপনাকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এর মতো সোশ্যাল মিডিয়ায় প্রতিষ্ঠানগুলোর প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কিত কিছু ছবি, পোস্ট করার পাশাপাশি তাদের প্রোডাক্টগুলোর গুণগতমাণ সম্পর্কে বিশদ এবং ভালো রিভিউ দিতে হবে।

৪. ওয়েবসাইট টেস্ট করে অনলাইন ইনকাম

আপনি অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট টেস্ট করার মাধ্যমে আয় করতে পারেন। ওয়েবসাইটগুলো কিছু সময় নিয়ে ঘাটাঘাটি করার পর ওয়েবসাইটের ভূলত্রুটি সম্পর্কে ডেভেলপারদের সহায়তা করলে আপনি বেশ কিছু টাকা আয় করতে পারবেন। এজন্য ওয়েবসাইটটি দেখেত কেমন দেখাচ্ছে, ওয়েবসাইটটি দেখে আপনার কি প্রতিক্রিয়া এবং সেটির কার্যকারিতা সম্পর্কে যাবতীয় তথ্য ডেভেলপারদেরকে প্রদান করতে হবে। এমন কিছু প্ল্যাটফর্ম হলো: ইউজার টেস্টিং (usertesting),টেস্টিং টাইম (testingtime), ইনরোল অ্যাপ (enrollapp)

৫. ফোনে নতুন অ্যাপ ইনস্টল করে অনলাইন ইনকাম:

Nielsen Panel,Cash Giraffe, ibotta, fronto এরকম অ্যাপগুলো ফোনে ইনস্টল করে আপনি অনলাইন থেকে আয় করতে পারেন। এছাড়াও এধরনের বাকি অন্যান্য অ্যাপগুলো ইনস্টলৈর মাধ্যমে আপনি রিওয়ার্ড ও ক্যাশব্যাকও পেতে পারেন।

৬. ফোনে গেম খেলার মাধ্যমেও ইনকাম করতে পারেন:

আপনি ফোনে গেম খেলেও বেশ কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন। এর মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো: Second Life, Mistplay, swagbucks এই মধ্যে কিছু ওয়েবসাইট পেপাল বা গিফট কার্ডের আকারে আপনাকে পেমেন্ট প্রদান করবে।

৭. পুরানো গিফট কার্ড বিক্রি করে আয় করতে পারেন:

যদি আপনার কাছে কোন পুরানো গিফট কার্ড থাকে, আপনি তাহলে সেগুলো অনলাইনে বিক্রি করে টাকা আয় করতে পারেন। আপনার কাছে জমে থাকা পুরানো গিফট কার্ডগুলোকে CardCash এর মাধ্যমে অনলাইনে বিক্রি করে আপনি অনলাইন থেকে আয় করতে পারেন।

৮. আপনার মতামত শেয়ার করেও অনলাইন ইনকাম করতে পারেন

আপনি ঘরে বসেই বেশ কিছু ওয়েবসাইটের অনলাইন সার্ভেতে অংশ গ্রহন করে সহজেই আয় করতে পারবেন। Poll Pay, Google Opinion Rewards এদের মত অ্যাপগুলো অনলাইন থেকে আয় করতে আপনাকে সাহায্য করবে।

৯. অনলাইন ছবি বিক্রি করে আয়

আপনার কাছে যদি পুরানো বা নতুন ছবি থাকে, আপনি তাহলে সেই ছবি স্টক ফটোগ্রাফি ওয়েবসাইটে বিক্রি করতে পারেন। অনেকেই রয়েছে যারা সবসময় বিভিন্ন ধরনের ছবি ক্রয় করে থাকে। আপনি Getty Images, Shutterstock এর মত জনপ্রিয় স্টক ফটোগ্রাফি ওয়েবসাইটগুলোতে আপনার কাছে থাকা ছবিগুলো আপলোড করতে পারেন। এসব সাইট থেকে কোন ছবি বিক্রি হওয়া মাত্রই তারা আপনার টাকা বুঝিয়ে দিবে।

১০. কোন ফোকাস গ্রুপে যোগ দিয়ে অনলাইন থেকে ইনকাম করতে পারেন

অনলাইন থেকে অর্থ উপার্জনের জন্য কোন ব্রান্ডের প্রোডাক্ট টেস্টিং বা ফোকাস গ্রুপে যোগদান করে আয় করতে পারেন। অনলাইন থেকে আয়ের জন্য User Interviews, FocusGroup.com, Respondent.io এদের মত অনেক গ্রুপ রয়েছে।

টিপস: অনলাইন ইনকাম বর্তমানে বহুপ্রচলিত একটি বিষয় যা ঘরে বসেই ইনকাম এবং নিজেই নিজের কর্মসংস্থান তৈরি একটি মাধ্যম। অনলাইন ইনকাম করার বিভিন্ন সুযোগ থাকলেও কিছু কিছু ক্ষেত্রে প্রতারণার ফাঁদে পড়তে হতে পারে। অনলাইনে কাজ করে রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার কোন সুযোগ নেই। তাই এই ধরনের প্রতারণামূলক কাজের ক্ষেত্রে নিজেকে সরিয়ে রাখতে হবে।

ঘরে বসে অনলাইন ইনকাম করার সেরা ১০টি উপায় – ২০২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here