ওয়ানপ্লাস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে বাংলাদেশে

1
511
ওয়ানপ্লাস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে বাংলাদেশে - it palace bd
ওয়ানপ্লাস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে বাংলাদেশে - it palace bd

ওয়ানপ্লাস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে বাংলাদেশে

স্মার্টফোন দুনিয়ায় ওয়ানপ্লাস একনামেই সবাইর কাছে পরিচিত। বিশ্ববাজারে স্মার্টফোন নিয়ে আসার শূরু থেকেই বাংলাদেশেও তরুনদের মাঝে ব্যাপক সাড়া পায় ওয়ানপ্লাস। Never Settle স্লোগান নিয়ে বহু ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন নির্মাতা ওয়ানপ্লাস। বহু আগে থেকেই বাংলাদেশে ওয়ানপ্লাস ডিভাইস পাওয়া গেলেও ছিলনা কোন নিজস্ব অফিসিয়াল শপ। অনেক আগে থেকেই দেশে ওয়ানপ্লাস এর নিজস্ব অফিসিয়াল স্টোর বা ডেডিকেটেড সাপোর্ট সেন্টার নিয়ে ওয়ানপ্লাস ইউজারদের দিন দিন বাড়ছেই। অবশেষে প্রযুক্তিপ্রেমিদের দীর্ঘ প্রতীক্ষার সকল অবসান ঘটিয়ে খুব শীঘ্রই দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বিশ্বের অন্যতম টেকনোলজি ব্র্যান্ড ওয়ানপ্লাস!

ওয়ানপ্লাস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে বাংলাদেশে - it palace bd
ওয়ানপ্লাস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে বাংলাদেশে – it palace bd

বাংলাদেশের যাত্রা শুরুর আগে ওয়ানপ্লাস শীঘ্রই ক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ওয়ানপ্লাস প্রেমি ও আগ্রহী ব্যবহাকারীদের সামনে তাদের ওয়ানপ্লাস পণ্য ও সুবিধাগুলো সম্পর্কে বিস্তরিত তুলে ধরবে।

আপনি যদি কজন প্রযুক্তি ও ওয়ানপ্লাসপ্রেমী হয়ে থাকেন, তাহলে আপনিও চাইলে উক্ত ইভেন্টের লাইভস্ট্রিম দেখেতে পারেন। ওয়ানপ্লাসের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি অনলাইন ইভেন্ট শেয়ার করা হয়েছে, যেখানে এই ভেন্টের লাইভস্ট্রিম ভিডিও শেয়ার করা হবে।

এই ইভেন্টে অতিথিরা ওয়ানপ্লাসের ফ্ল্যাগশিপ মডেল থেকে শুরু করে নর্ড সিরিজের স্মার্টফোনগুলোর পাশাপাশি স্মার্টফোন মডিউল, এবং IoT ডিভাইস সমূহের ব্যাপারেও অনেক কিছু জানতে পারবেন।

সামনে ওয়ানপ্লাস দুর্দান্ত চমক নিয়ে আসছে, আপনিও চোখ রাখতে পারেন ওয়ানপ্লাস ব্র্যান্ডটির অফিসিয়াল চ্যানেরগুলোতে।

আপনি চাইলে ওয়ানপ্লাস অনলাইন ইভেন্টের এই লিংক ভিজিট করে এই ব্যপারে আপ-টু-ডেট থাকতে পারেন। এছাড়ও ব্যাপারে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন এবং চোখ রাখুন আমাদের ফেবসুক পেজে।

1 COMMENT

  1. Thanks for all of your hard work on this site. My mom enjoys carrying out investigations and it’s really obvious why. My spouse and i learn all relating to the dynamic ways you create both useful and interesting tricks by means of this website and as well foster response from other individuals on the subject matter plus our own girl is always becoming educated a whole lot. Take advantage of the remaining portion of the year. You are conducting a good job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here