সহজে ভিসা চেক করবেন যেভাবে

0
302
সহজে ভিসা চেক করবেন যেভাবে - it palace bd
সহজে ভিসা চেক করবেন যেভাবে - it palace bd

সহজে ভিসা চেক করবেন যেভাবে

বর্তমান সময়ে মানব জীবনের একটি প্রয়োজনীয় উপাদনা হলো ভিসা। জীবনের তাগিদে মানুষ মাতৃভুমিকে ছেড়ে এক দেশ থেকে অন্য দেশে ছুটে যায়। আর তখনই প্রয়োজন হয় ভিসার। আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক মানুষই জানে না কিভাবে ভিসা চেক করতে হয় এবং কী কী প্রয়োজনীয় ডকুমেন্ট লাগে। যার কারনে অধিকাংশ মানুষই শরণাপন্ন হন কোন না কোন ভিসা এজন্ট বা ভিসা কনসাল্টিং ফার্মের নিকট।

সহজে ভিসা চেক করবেন যেভাবে - it palace bd
সহজে ভিসা চেক করবেন যেভাবে – it palace bd

যদি আপনাকে বলা হয় আপনার পাসপোর্টে ভিসা স্টাম্পিং হয়েছে। আপনার ভিসাটি বৈধ নাকি অবৈধ সেটি চেক করবেন কিভাবে? আজকের আটির্কেলে আপনারা জানবেন সহজে কিভাবে বিভিন্ন দেশের ভিসা চেক করা যায়।

আমাদের আর্টিকেলটি সম্পূর্ণ পড়লে আপনি প্রায় বিশ্বর যেকোন দেশের ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারেবন। তো চলুন শুরু করা যাক…

বর্তমান ডিজিটাল যুগে ভিসা নিয়ে প্রতারিত হওয়ার ঝুঁকি খুবই কম। কেননা বর্তমান সময়ে আপনি ঘরে বসের সহজেই যেকোন দেশের ভিসা চেক করতে পারবেন। বিদেশ ভ্রমেনর আগে আপনার ভিসাটি সঠিক কিনা এবং কোন কোম্পানীর ভিসা সে সম্পর্কে ঘরে বসেই বিস্তারিত জানতে পারবেন। আপনার ভিসাটি চেক করতে কারো কাছে যাওয়ার কোন প্রয়োজন নেই। ঘরে বসে আপনি সহজেই পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার ভিসা চেক করুন কোন ধরনের ঝামেলা ছাড়া।

ভিসা চেক করার প্রক্রিয়া নিচে বিস্তারিত বর্ণনা করা হলো:

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করুন সহজেই:

আপনার ভিসাটি চেক করতে প্রথমে গুগর ডটকমে চলে যান, এরপর আপনি যে দেশে ভ্রমন করবেন বা যে দেশের ভিসা চেক করতে চান সে দেশের নাম উল্লেখ করে ভিসা চেক লিখে সার্চ করুন যেমন: USA Visa check, India Visa Check, Qatar Visa Check, Dubai Visa Check, এভাবে গুগলে সার্চ করার পর যে ওয়েবসাইটগুলো আসবে তারমধ্যে প্রথম সাইটটিতে আপনি প্রবেশ করে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারবেন।

বাংলাদেশ থেকে যেসব দেশগুলোতে মানুষ বেশি যায়, আপনাদের সুবিধোর্থে তেমন কিছু দেশের ভিসা চেক করার লিংক নিয়ে দেওয়া হলো। প্রায় সকল দেশের ভিসা চেক করার পদ্ধতি একই। ভিসা চেক করার ওয়েবসাইটে প্রবেশ করে আপনার পাসপোর্ট নাম্বার এবং জাতীয়তা বাংলাদেশ সিলেক্ট করে যেকোন দেশের ভিসা চেক করতে পারবেন।

দেশের নাম ভিসা চেক করুন
ইন্ডিয়া পাসপোর্ট দিয়ে ভিসা চেক করতে এখানে ক্লিক করুন
সৌদি আরব পাসপোর্ট দিয়ে ভিসা চেক করতে এখানে ক্লিক করুন
কাতার পাসপোর্ট দিয়ে ভিসা চেক করতে এখানে ক্লিক করুন
ওমান পাসপোর্ট দিয়ে ভিসা চেক করতে এখানে ক্লিক করুন
দুবাই পাসপোর্ট দিয়ে ভিসা চেক করতে এখানে ক্লিক করুন
আমেরিকা USA পাসপোর্ট দিয়ে ভিসা চেক করতে এখানে ক্লিক করুন
মালয়েশিয়া পাসপোর্ট দিয়ে ভিসা চেক করতে এখানে ক্লিক করুন
ইতালি পাসপোর্ট দিয়ে ভিসা চেক করতে এখানে ক্লিক করুন
কুয়েত পাসপোর্ট দিয়ে ভিসা চেক করতে এখানে ক্লিক করুন
বাহরাইন পাসপোর্ট দিয়ে ভিসা চেক করতে এখানে ক্লিক করুন
কানাডা পাসপোর্ট দিয়ে ভিসা চেক করতে এখানে ক্লিক করুন

 

শেষকথা: প্রায় সকল দেশের ভিসা চেক করার পদ্ধতি একই রকম, তাই অযথা বিভ্রান্তি না হয়ে ধৈর্য ধরে একটু চেষ্টা করলেই আপনি সহজেই নিজের ভিসা নিজে চেক করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here