হোয়াটসঅ্যাপ আসছে নতুন ফিচার, যেসব সুবিধা পাবে ব্যবহারকারীরা
বিশ্বর অন্যতম জনপ্রিয় যোগাযোগ প্ল্যাটফম হোয়াটসঅ্যাপ নতুন রূপে আসছে চমকপ্রদ পরিবর্তন। লোগো, কালার থেকে শুরু করে ব্যবহারকারীর ইন্টারফেসসহ সবকিছুতেই লাগছে পরিবর্তনের ছোঁয়া। বিভিন্ন প্রযুক্তি সাইটগুলোর মাধ্যমে জানা গেছে, ব্যবহারকারীদের চ্যাট করতে আরোও সুবিধা দিতে হোয়াটসঅ্যাপ এর এই অমূল পরিবর্তন। হোয়াটসঅ্যাপ ডার্কমোডে কিছুটা পরিবর্তন করা হবে যা পূর্বের থেকে আরোও অন্ধকার হবে, যাতে ব্যবহারকারীদের এসএমএস পড়তে সুবিধা হয়। লাইট মোডরে ক্ষেত্রে থাকবে অতিরিক্ত হোঢাইট স্পেস বা সাদা জায়গা এবং কিছুটা পরিবর্তন আসছে লোগোর সবুজ রংঙে। এছাড়ও চ্যাটস ট্যাবেও অন্যরকম নজর কারবে হোয়াটসঅ্যাপ লোগো। আইকন ও বাটন ডিজাইনেরও থাকছে নতুন চমক। প্রতিটি আইকন খুজে পাওয়ার সুবিধার্থে ব্যবহৃত হবে বিশেষ হাইটলাইট।
হোয়াটসঅ্যাপ আসা নতুন ফিচারের সুবিধা
একের পর এক নতুন ফিচার যুক্ত করে চমক দিচ্ছে হোয়াটসঅ্যাপ। এবার আসা নতুন ফিচারটি হলো- একসঙ্গে প্রয়োজনীয় তিনটি চ্যাট পিন করে রাখা যাবে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরো ভালো রাখতেই এই আপডেট।
হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই ফিচার লঞ্চের কথা ঘোষনা করেছেন মেটা সিইও মার্ক জাকারবার্গ এবং হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট।
পূর্বে ২০২৩ সালের ডিসেম্বর মাসে যে ফিচারগুলো এসেছিল তা হলো- ওয়ান-টু-ওয়ান এবং গ্রুপ চ্যাটের ক্ষেত্রে মেসেজ পিন করে রাখ। তবে চ্যাটের মধ্যে শুধুমাত্র একটি ম্যাসেজ পিন করে রাখা যেত। কিন্তু নতুন এই ফিচারে চ্যাটের মধ্যে একসাথে তিনটি ম্যাসেজ পিন করে রাখা যাবে।
যেভাবে চ্যাট পিন করবেন
হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যে যে ম্যাসেজটি পিন করতে চান প্রথমে ওই নিদিষ্ট ম্যাসেজের উপর ট্যাপ করুন, তাহলে পিন অপশনটি দেখা যাবে এবং সেটি সিলেক্ট করে নিতে হবে। এমনকি পিন করা চ্যাট ম্যাসেজটি কত সময়ের জন্য পিন রাখতে চান সেটার জন্য সময়ও নির্ধারন করে দিতে পারবেন। ২৪ ঘন্টা থেকে ৩০ দিন পর্যন্ত এই সময় নির্ধারন করা যাবে।
নিরাপত্তা ব্যবস্থায় নতুন হোয়াটসঅ্যাপ এর নতুন ফিচার
জনপ্রিয় ম্যাসেজিং প্ল্যাটফম হোয়াটসঅ্যাপ এবার ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াতে হোয়াটসঅ্যাপ যুক্ত করেছে নতুন ফিচার, যা ব্যবহারকারীদের লিংক করা ডিভাইসে তাদের চ্যাট লক করে রাখার সুবিদা দেবে। অর্থাৎ আপনার ডিভাইসের সাথে অন্য ডিভাইসের সঙ্গে সংযুক্ত থাকলেও নিরাপদ থাকবে আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো, এবং অননুমোদিত ব্যবহারকারী কেউই আপনার ওই চ্যাট ব্যবহার করতে পারবে না।
বর্তমানে নতুন এই ফিচারটি অ্যান্ডয়েড বেটা সংস্করণ ২.২৪.১১.৯-এ লিংক করা ডিভাইসের প্রধান স্ক্রিনে একটি আলাদা লক চ্যাট ফোল্ডার তৈরি করে পরীক্ষা করা হচ্ছে। যার ফলে বিদ্যমান লিংক করা ডিভাইসটিতে চ্যাট লক পিন কাজ করবে না। চ্যাট অ্যাক্সেস করার জন্য প্রথমিক ডিভাইস থেকে একটি গোপন কোড তৈরী করতে হবে ব্যবহারকারীদের। ব্যবহারকারীরা শুধু তাদের প্রাথমিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিভাইস থেকে একটি গোপন কোড সেটআপ করতে হবে। যার মাধ্যমে অ্যাকাউন্টটি যুক্ত হবে লিংক করা সব ডিভাইসে। এর জন্যে নতুন করে একাধিক কোড সেটআপ করার কোন প্রয়োজন পড়বে না।
ইন্টারনেট ছাড়া যেভাবে ব্যবহার করবেন হোয়াটসঅ্যাপ
বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত করে চমক দেখাচ্ছে ব্যবহারকারীদেরকে। তার ধারিবাহিকথায় এবার নতুন আরেকটি ফিচার হলো ইন্টারনেট ছাড়া ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ।
মনে করুন আপনি এমন কোথাও গেলেন যেখানে কোন ইন্টারনেট সংযোগ নেই, ফোনের নেটওয়ার্কও ঠিক মত কাজ করছে না। ঠিক তখনই পড়তে হয় বিপদে, জরুরি মেসেজিং তো দূরের কথা, আপনার অবস্থানও শেয়ার করতে পারেন না কারো সাথে। তবে এবার এই সমস্যার সমাধান নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপ এর প্রক্সি সার্ভারকে কাজে লাগিয়ে আপনি সহজেই মেসেজ আদান প্রদান করতে পারবেন। মূলত একটি প্রক্সি সার্ভারের সাহায্যে হোয়াটসঅ্যাপ আপনাকে জরুরী সময় মেসেজ পাঠাতে দেয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রক্সি ফিচারেও হোয়াটসঅ্যাপ তার প্ল্যাটফর্মের এবং সর্বোপরি ব্যবহারকারীদের গোপনীয়তা ও নিরাপত্তার দিকটি নিশ্চিত করবে।
ইতোমধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএস দুটি প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপ প্রক্সি ফিচারটি চালু করা হয়েছে। তবে আপাতত কিছু দেশে হোয়াটসঅ্যাপ এর এই সুবিধা পাবেন ব্যবহারকারীরা। খুব শিগগিরই বিশ্বের সকল ব্যবহারকারীর জন্য চালু হবে এই বিশেষ ফিচার। চলুন দেখে নেওয়া যাক কিভাবে ব্যবহার করবেন এই ফিচার…
নতুন এই ফিচারটি যেভাবে অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করবেন:-
>> প্রথমেই নিশ্চত হোন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি লেটেস্ট ভার্ষন কিনা
>> এরপর চ্যাটস ট্যাবে চলেন >> সেখানে গিয়ে মোর, >> এর পর সেটিংস অপশনে ক্লিক করুন
>> এরপর স্টোরেজ অ্যান্ড ডাটা অপশনে ক্লিক করে প্রক্সিতে চলে যান
>> এবার ইউজ প্রক্সি অপশনে ক্লিক করুন
>> এবার সেট প্রক্সি অপশনে ক্লিক করুন এবং আপনার প্রক্সি অ্যাড্রেসটি দিন।
>> এরপর সেভ অপশনে ক্লিক করুন
>> কানেকশনটি ঠিকঠাকভাবে কাজ করলে আপনাকে একটি চেক মার্ক দেখাবে।
নতুন এই ফিচারটি যেভাবে আইফোনে ফোনে ব্যবহার করবেন:-
>> আইফোনে ক্ষেত্রেও আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি লেটেস্ট ভার্ষন হতে হবে
>> এরপর হোয়াটসঅ্যাপ সেটিংস অপশনে চলে যান
>> এরপর স্টোরেজ অ্যান্ড ডাটা অপশনে ক্লিক করে প্রক্সিতে যান
>> ইউজ প্রক্সি অপশনে ক্লিক করুন
>> এবার আপনার প্রক্সি অ্যাড্রেসটি দিন
>> এরপর সেভ টু কন্টাক্ট অপশনে ক্লিক করুন।
হোয়াটসঅ্যাপ প্রতারণা থেকে নিজেকে রক্ষা করবেন যেভাবে
বর্তমান প্রযুক্তির যুগে হোয়াটসঅ্যাপ ব্যবহার দিন দিন বেড়েই চলছে। আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে কিছু চক্র ছদ্মবেশে প্রতারনা করছে। অনেকই নিজের ভুলের কারনে হচ্ছে প্রতারনার স্বীকার। তাই হোয়াটসঅ্যাপ থেকে প্রতারনা এড়াতে কয়েকটি বিষয়ে নজর রাখা প্রয়োজন।
অপরিচিত ফোন নাম্বার: ফোনে সেভ নেই এমন নাম্বার বা অপরিচিত কোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ কল আসলে সাবধান হয়ে যান, এমনকি যদি বিদেশি কোন নাম্বার থেকে কল আসলেও তা দেখে বুঝা যায়, প্রয়োজন মনে না হলে কলটি রিসিভ না করে এরিয়ে যাওয়াই ভালো।
পরিচয় নিশ্চত হয়ে নেওয়া: কাউকে ব্যক্তিগত কোন তথ্য দেওয়ার আগে তার পরিচয় ভালো করে নিশ্চত হয়ে নিন। কথায় সন্দেহ মনে হলে ভালো করে যাচাই করেন নিন।
তাড়াহুড়ো না করা: বিভিন্ন সময় প্রতারকরা টাকা-পয়সা জেতার প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলার চেষ্ট করে যেসব বিষয়ে সতর্ক থাকুন। অনেক সময় দেখা যায় ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা জাতীয়পরিচয় পত্র নম্বরের জন্য ক্রমাগত চাপ দিতে থাকে তারা। এমন সময় তাড়াহুড়ো না করে বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষন করুন।
সন্দেহজনক লিংক: প্রায় সময় ফোনে মাঝে মধ্যে মেসেজ আসে – আপনি পুরস্কার জিতেছেন বা কোটি টাকার লটারি জিতেছেন ইত্যাদি আর এই লিংকে ক্লিক করলেই পেয়ে যাবেন কোটি টাকার পুরস্কার। এ ধরনের মেসেজ পড়া বা লিংকে ক্লিক করা থেকে বিরত থাকুন।
টু-ফ্যাক্টর অথেন্টিফিকেশন: উচ্চ নিরাত্তার জন্য হোয়াটসঅ্যাপ এর টু-ফ্যাক্টর অথেন্টিফিকেশন ফিচারটি ব্যবহার করুন, টু-ফ্যাক্টর অথেন্টিফিকেশন ব্যবহারের ফলে আপনার অ্যাকাউন্টটি অনেকটাই ঝুক্তিমুক্ত থাকে।
আরোও পড়ুন:
নতুন যেসব ফিচার নিয়ে আসছে অ্যান্ড্রয়েড ১৫
চ্যাটজিপিটির নতুন চমক, ব্যবহার করা যাবে বিনামূল্যে
ডিজিটাল মার্কেটিং কি ? কেন কিভাবে
নতুন মনিটর কেনার আগে যেসব বিষয় জানা জরুরি
দক্ষতা ছাড়াই ঘরে বসে মোবাইল দিয়ে অনলাইন ইনকাম
পুরাতন আইফোন কেনার আগে যা আপনার জানা জরুরী 2024
শেষকথাঃ প্রিয় ভিজিটর আশা করি হোয়াটসঅ্যাপ সম্পর্কে বিস্তারিত একটি জানতে পেয়েছেন, আমরা সবসময় আপনারদেরকে নতুন কিছু দিতে চেষ্টাকরি, তথ্যপ্রযুক্তি সম্পের্কে নিত্যনতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এবং আপনার বন্ধুদের সাথে আমাদের তথ্যগুলো শেয়ার করুন। ধন্যবাদ