দেশের বাজারে নতুন ফোন নিয়ে আসলো ভিভো

0
350
ভিভো ভি৩০ লাইট - it palace bd
ভিভো ভি৩০ লাইট - it palace bd

দেশের বাজারে নতুন ফোন নিয়ে আসলো ভিভো

সম্প্রতি এক জমকালো উন্মোচন অনুষ্ঠানের মধ্যো দিয়ে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নিয়ে আসলো নতুন স্মার্টফোন “ভিভো ভি৩০ লাইট” মিড রেঞ্জ বাজেটের মধ্যে এই ফোনটিতে কি কি থাকছে সে সম্পর্কে বিস্তারিত জানবেন এই আর্টিকেলে।

ভিভোর ভাষ্যমতে “ভিভো ভি৩০ লাইট” ফোনটি অনেক টেকসই হবে। ফলে একটি লম্বা সময় ধরে ব্যবহার করা যাবে। ভিভো ভি৩০ লাইট এই ফোনটিতে ইনোভেটিভ কালার চেঞ্জিং ডিজাইন রয়েছে। ফোনটি সূর্যের আলোর নিচে ব্যাকসাইড কালার পরিবর্তন করে। আর এই ব্যাক ডিজাইন ফোনটিকে একটি সুন্দর ইউনিক লুক প্রদান করে। ভিভো এই ফোনটিতে মেটালিক হাই-গ্লোস ফ্রেম রয়েছে এবং ফোনটি দুটি ভেরিয়েশন পাওয়া যাবে- ব্রিজ গ্রিন ও ক্রিস্টাল ব্লাক।

ভিভো ভি৩০ লাইট - it palace bd
ভিভো ভি৩০ লাইট – it palace bd

ভিভো ভি৩০ লাইট ফোনটিতে ৬৮৫ কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটিতে রয়েছে ৮ জিবি র‌্যাম, যেটি বাড়িয়ে আরোও ৮জিবি পর্যন্ত করা সম্ভব। এবং ২৫৬ জিবি ইউএফএস ২.২. স্টোরেজ। এসডি কার্ড ব্যবহার করে ১ টিবি পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে। ফানটাচ ওএস ১৪ দ্বারা ভিভোর এই নতুন ফোনটি চলবে।

ভিভো ভি৩০ লাইট এই ফোনটিতে রয়েছে ৬.৬৭ এমোলেড ডিসপ্লে রিফ্রেশ রেট ১২০ হার্জ । ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। এছাড়াও নাইট মোড, পোর্ট্রেইট মোড, লাইভ ফটো, ডকুমেন্ট মোড, টাইম-ল্যাপ্স, স্লো-মো, প্রো, ডুয়াল ভিউ ইত্যাদি প্রয়োজনী ফিচার। ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর রয়েছে এই ফোনে।

ভিভো ভি৩০ লাইট ফোনটিতে অন্যতম চকম এর ব্যাটারি সেকশনে। ফোনটিতে রয়েছে ৫০০০ মিলিএম্প ব্যাটারি এবং ৮০ ওয়াট ফাস্ট চাজিং সুবিধা। ৪ বছরের মধ্যে ব্যাটারি নষ্ট হলে ভিভো সেটি বদলে দেবে।

ভিভো ভি৩০ লাইট ফোনটিতে আরোও থাকছে ৫ গিগাহার্জ ওয়াইফাই, ব্লুটুথ ৫.০, ইউএসবি ২.০, জিপিএস, ওটিজি, এম্বিয়েন্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ই-কম্পাস, জাইরোস্কোপ ইত্যাদি।

ভিভো ভি৩০ লাইট ফোনটির বক্সে ইউএসবি ক্যাবল, চার্জার, ইজেক্ট টুল, ফোন কেস, প্রটেকটিভ কেস কুইক স্টার্ট গাইড ও ওয়ারেন্টি কার্ড পাওয়া যাবে।

ভিভো ভি৩০ লাইট ফোনটির বর্তমান বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার ৯৯৯ টাকা।

ঘরে বসে অনলাইন ইনকাম করার সেরা ১০টি উপায় – ২০২৪

পুরাতন আইফোন কেনার আগে যা আপনার জানা জরুরী 2024

ফেসবুক মার্কেটিং – Facebook Marketing Best Choice 2024

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here