নতুন যেসব ফিচার নিয়ে আসছে অ্যান্ড্রয়েড ১৫

0
313
অ্যান্ড্রয়েড ১৫- android 15 - itpalacebd
অ্যান্ড্রয়েড ১৫- android 15 - itpalacebd

নতুন যেসব ফিচার নিয়ে আসছে অ্যান্ড্রয়েড ১৫

Table of Contents

স্মার্টফোন ব্যবহাকারীদের জন্য অ্যান্ড্রয়েড নিয়ে আসলো সুখবর!!! শিগগিরই নতুন রূপে আসছে অ্যান্ড্রয়েড ১৫। পাল্টে যেতে পারে একাধিক পুরাতন চেনা ফিচার। যুক্ত হতে চলছে স্যাটেলাইট কানেক্টিভিটি সহ বেশ কিছু নতুন ফিচার। বর্তমানে যে স্মার্টফোনগুলো অ্যান্ড্রয়েড ১৪ সিস্টেম চালু রয়েছে, সেইসব ফোনে খুব শিগগিরই অ্যান্ড্রয়েড ১৫ রিলিজ করতে চলেছে গুগল। ইতোমধ্যে গুগল পিক্সেল ৮ স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড ১৫ পাওয়া গেলেও আগামী দিনে একাধকি স্মার্টফোনে যুক্ত হবে এই ফিচার।

অ্যান্ড্রয়েড ১৫- android 15 - itpalacebd
অ্যান্ড্রয়েড ১৫- android 15 – itpalacebd

বিশ্বের অন্যতম জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। চিরচেনা সেই সিস্টেমে যুক্ত হতে চলেছে নতুন আপডেট, যা বদলে দেবে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা। অ্যান্ড্রয়েডের নতুন সংস্ককরণ নিয়ে আসছে দশটি নতুন ফিচার। দারুণ এ ফিচারগুলো যুক্ত হচ্ছে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক…

নতুন যেসব ফিচার নিয়ে আসছে অ্যান্ড্রয়েড ১৫ :-

১. নতুন নাম ও লোগো
২. স্যাটেলাইট কানেক্টিভিটি
৩. ওয়েব ক্যাম মুড
৪. অপ্টিমাইজ ফোল্ডেবেল স্মার্টফোন
৫. ক্যামেরা কন্ট্রোল
৬. স্ক্রিন শেয়ারিং
৭. নোটিফিকেশন কুলডাউন
৮. প্রয়োজনীয় নোটিফিকেশন হাইড
৯. নতুন ভলিউম কন্ট্রোল
১০. ব্লুটুথ ডায়ালগ বক্স

অ্যান্ড্রয়েড ১৫ যুক্ত হলো – নতুন নাম ও লোগো:

নতুন নাম ও লোগো: মহাকাশ এবং রকেট থেকে অনুপ্রাণিত হয়ে অ্যান্ড্রয়েড ১৫ -তে নতুন লোগো যুক্ত হবে। তবে কিছুটা আগের অ্যান্ড্রয়েড ১৪ লোগোর মতোই হবে। পাশাপাশি থাকবে নতুন নাম যা অ্যান্ড্রয়েড ১৫ ভ্যানিলা আইসক্রিম নামে লঞ্চ করবে গুগল।

অ্যান্ড্রয়েড ১৫ নতুন ফিচার – স্যাটেলাইট কানেক্টিভিটি:

স্যাটেলাইট কানেক্টিভিটি: আমরা ইতোমধ্যে জানি যে, বর্তমানে একাধিক স্মার্টফোনে স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচার রয়েছে। যা স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আরোও সহজ করতে চলেছে গুগল। অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমের মাধ্যমে কোম্পানীগুলোর স্মার্টফোনে এই প্রযুক্তি ব্যবহার করতে পারবে স্মার্টফোন ব্যবহারকারীরা। আইফোন ১৫ -তেও রয়েছে এই ফিচার, এবার অ্যান্ড্রয়েড স্মার্টফোনেও থাকবে এই স্যাটেলাইট কানেক্টিভিটি।

অ্যান্ড্রয়েড ১৫ নতুন ফিচার – ওয়েব ক্যাম মুড:

ওয়েব ক্যাম মুড: অ্যান্ড্রয়েড ১৫ ব্যবহারকারীদের স্মার্টফোনগুলোকে উইন্ডোস ১১ এর সঙ্গে কানেক্ট করার সময় হাই-কোয়ালিটি ওয়েব ক্যাম হিসেবে ব্যবহার করার অনুমতি দেবে। গুগল পিক্সেল স্মার্টফোনগুলোকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারেবেন অ্যান্ড্রয়েড ১৫ ব্যবহারকারীরা।

অ্যান্ড্রয়েড ১৫ নতুন ফিচার – অপ্টিমাইজ ফোল্ডেবেল স্মার্টফোন:

অপ্টিমাইজ ফোল্ডেবেল স্মার্টফোন: বর্তমান সময় ফোল্ডেবল স্মার্টফোনের যুগ, স্যামসাং, মটোরোলাসহ একাধিক প্রতিষ্ঠান বাজারে এনেছে ফোল্ডেবেল স্মার্টফোন। এবার ফোল্ডেবেল ফোনগুলোতে আরও দ্রুত পারফরম্যান্স যুক্ত করতে চলেছে অ্যান্ড্রয়েড ১৫। বাড়বে ডিসপ্লে কোয়ালিটি, অ্যান্ড্রয়েড ১৫ রোল আউট হলে ফোল্ডেবেল স্মার্টফোনে নতুন একটি টাস্কবারও যুক্ত হবে।

অ্যান্ড্রয়েড ১৫ নতুন ফিচার – ক্যামেরা কন্ট্রোল:

ক্যামেরা কন্ট্রোল: অ্যান্ড্রয়েড ১৫ স্মার্টফোন ব্যবহারকারীরা তাদের ফোনে ক্যামেরার ব্রাইটনেস বাড়ানো, ফ্ল্যাশ লাইট কন্ট্রোল, লো লাইট ক্যামেরা সহ ইত্যাদি আরোও অনকু কিছু কাস্টমাইজ করতে পারবে। অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম স্মার্টফোনগুলোর ক্যামেরা আরোও দক্ষও উন্নত করে তুলবে।

অ্যান্ড্রয়েড ১৫ নতুন ফিচার – স্ক্রিন শেয়ারিং:

স্ক্রিন শেয়ারিং: একবার ট্যাপ করলেই স্কিনের নিদিষ্ট একটি অংশ শেয়ার করতে পারবেন অ্যান্ড্রয়েড ১৫ স্মার্টফোন ব্যবহারকারীরা। প্রয়োজন হবে না সম্পূর্ণ স্ক্রিন শেয়ার করার।

অ্যান্ড্রয়েড ১৫ নতুন ফিচার – নোটিফিকেশন কুলডাউন:

নোটিফিকেশন কুলডাউন: প্রায় সময় দেখা যায় স্মার্টফোনগুলোতে কোন নিদিষ্ট অ্যাপ থেকে একগুচ্ছ নোটিফিকেশন আসতে থাকার কারেন রিক্ত হওয়াটাই স্বাভাবিক। তবে এসব বিরক্তি থেকে রেহাই পেতে অ্যান্ড্রয়েড ১৫ এর মাধ্যমে সেই অপ্রয়োজনীয় নোটিফিকেশনের সংখ্যা কমে যাবে।

অ্যান্ড্রয়েড ১৫ নতুন ফিচার – প্রয়োজনীয় নোটিফিকেশন হাইড:

প্রয়োজনীয় নোটিফিকেশন হাইড: নোটিফিকেশন নিয়ে আরোও একটি চমক রয়েছে অ্যান্ড্রয়েড ১৫। ব্যাংকের ওটিপি হোক কিংবা অন্য কোন গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বা ম্যাসেজ যেখানে ব্যক্তিগত তথ্য রয়েছে তা অটোমেটিক হাইড করে দেব অ্যান্ড্রয়েড ১৫ আপডেটে।

অ্যান্ড্রয়েড ১৫ নতুন ফিচার – নতুন ভলিউম কন্ট্রোল:

নতুন ভলিউম কন্ট্রোল: স্মার্টফোন ব্যবহাকারীরা নতুন ভলিউম কন্ট্রোল সুবিধা পাবেন অ্যান্ড্রয়েড ১৫ আপটেডে।

অ্যান্ড্রয়েড ১৫ নতুন ফিচার – ব্লুটুথ ডায়ালগ বক্স

ব্লুটুথ ডায়ালগ বক্স: একাধিক ব্লুটুথ ডিভাইস ব্যবহারকারীদের জন্য বড় চমক হলো অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে ব্লুটুথ ডায়ালগ বক্স। ফিচারটি একাধিক ব্লুটুথ ডিভাইস ব্যবহাকারীদের বেশ কাজে দিবে। ব্লুটুথ অপশনে গিয়ে কিছুক্ষন চেপে রাখার পর একটি টগেল খুলবে তাতে সাম্প্রতিক পেয়ারড বা কানেক্টড ডিভাইসগুলো দেখা যাবে। এখান থেকে ডিভাইস সুইচ করতে পারবেন ব্যবহারকারীরা।

অ্যান্ড্রয়েড ১৫ সংস্করণে এটি অনন্য বৈশিষ্ট্য হবে বলে দাবি করা হচ্ছে, নতুন এই সংস্করনে উপরোক্ত ফিচারগুলো ও ডার্ক মুডে অ্যাপ ব্যবহার করার মতো আরোও কিছু ফিচার নিয়ে কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অ্যান্ড্রয়েড 15 কোন ডিভাইসে পাওয়া যাবে?

বর্তমানে যে স্মার্টফোনগুলো অ্যান্ড্রয়েড ১৪ সিস্টেম চালু রয়েছে, সেইসব ফোনে খুব শিগগিরই অ্যান্ড্রয়েড ১৫ রিলিজ করতে চলেছে গুগল। ইতোমধ্যে গুগল পিক্সেল ৮ স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড ১৫ পাওয়া গেলেও আগামী দিনে একাধকি স্মার্টফোনে যুক্ত হবে এই ফিচার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here