চ্যাটজিপিটির নতুন চমক, ব্যবহার করা যাবে বিনামূল্যে

0
318
চ্যাটজিপিটি-itpalacebd
চ্যাটজিপিটি-itpalacebd

চ্যাটজিপিটির নতুন চমক, ব্যবহার করা যাবে বিনামূল্যে

বর্তমানে প্রযুক্তির এই বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় ওপেনএআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার চালিত চ্যাটবট চ্যাটজিপিটি। এবার প্রযুক্তি বিশ্বে আরো একটি অমূল পরিবর্তন নিয়ে এলা ওপেনআই। সাম্প্রতি লাইভস্ট্রিমে উন্মুক্ত করা হয় চ্যাটজিপিটির নতুন সংস্করন জিপিটি ফোর-ও (GPT 4O)

ওপেনএআই ভাষ্যমতে জিপিটি ফোর-ও (GPT 4O) নামের নতুন মডেলটি পূর্বের সব সংস্করণের তুলনায় দ্রুত কাজ করতে পারে। শুধু তাই নয়, নতুন মডেলটিতে বার্তা, অডিও ও ভিজ্যুয়াল দক্ষতাও বাড়ানো হয়েছে। নতুন মডেলটি চ্যাটজিপিটি ব্যবহারকারীদের সবাই অর্থের বিনিময় ও বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

চ্যাটজিপিটি-itpalacebd
চ্যাটজিপিটি-itpalacebd

২০২২ সালে চ্যাটবট চ্যাটজিপিটি উন্মোচনের পর সাবস্ক্রিপশনবিহীন ব্যবহাকারীদের জন্য তেমন নতুন কোন ফিচার যুক্ত করেনি ওপেনএআই। তবে নতুন এই মডেলটি চ্যাটজিপিটি ব্যবহাকারীরা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক চ্যাটজিপিটি নতুন মডেল সম্পর্কে বিস্তারিত…

জিপিটি ৪ ও

ওপেনএআই চ্যাটজিপিটি এর নতুন সংস্ককরণ জিপিটি -৪ ও । এর মধ্যে “ওঃ দিয়ে বুঝানো হয়েছে অমনি মডেলকে। এর গতি আগের সব মডেলগুলো থেকে ৫০ শতাংশ বেশি বলে দাবি করেছে ওপেনএআই প্রতিষ্ঠানটি।

জিপিটি ৪ ও মডেলে নতুন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করা হয়েছে। এই সংস্করণটির কার্যক্ষমতা চ্যাটজিপিটি-৪ এর চেয়ে অনেক বেশি ও চ্যাটবটটির টেক্সট, ভয়েস ও ভিশনের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে।

নতুন এই মডেলে আরও বেশ কয়েকটি ভাষা সমর্থন করবে। এতে যুক্ত করা হয়েছে নতুন ভয়েস মোড। এর আগে এই ফিচারগুলোর ব্যবহারের জন্য চ্যাটজিপিটি ব্যবহারকারীরা প্রতিমাসে ২০ ডলার খরচ করতে হতো। তবে এগুলো এখন বিনামূল্যেই ব্যবহার করতে পারবে চ্যাটজিপিটি ব্যবহারকারীরা।

১. নতুন ভয়েস মোড:

নতুন ভয়েস মোড: নতুন এই ভয়েস মোডের মাধ্যম চ্যাটজিপিটি বিভিন্ন কন্ঠে কথা বলতে পারবে। ফলে এটি আরোও সহজেই মানুষের মতো উত্তর দিতে সক্ষম হবে। এই চ্যাটবট মানুষের আবেগও আগের থেকে ভালো বুঝতে পারবে, এবং সেই অনুযায়ী সে প্রতিক্রিয়া দেখাবে। যেমন: কোন ব্যবহারকারী যদি আতঙ্কিত স্বরে কথা বলে, তাহলে এই চ্যাটবট একটি উদ্বিগ্ন স্বরে কথা বলবে।

২. স্ক্রিনশট, ছবি ও ডকুমেন্ট আপলোড:

স্ক্রিনশট, ছবি ও ডকুমেন্ট আপলোড: নতুন এই মডেলটিতে স্ক্রিনশট, ছবি ও ডকুমেন্ট আপলোড করা যাবে এবং এসব ডেটা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নও করা যাবে চ্যাটজিপিটি চ্যাটবটটিকে। পূর্বে এই সুবিধাটি শুধু পেতেন চ্যাটজিপিটি প্লাসের সাবস্ক্রাইবাররা।

গবেষনাপত্র বা বড় কোন ডকুমেন্টের বিভিন্ন পিডিএফ ফাইল জিপিটি -৪ও এই মডেলে আপলোড করা যাবে এবং সেগুলোর সারাংশ তৈরা করা যাবে চ্যাটজিপিটি চ্যাটবট জিপিটি- ৪ও দিয়ে। এমনকি ডকুমেন্টগুলোর ভেতরের বিষয়বস্তু নিয়েও বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে এই চ্যাটবটকে।

৩. উন্নত কম্পিউটার ভিশন:

উন্নত কম্পিউটার ভিশন: চ্যাটজিপিটি নতুন এই মডেলটি এখন ডিভাইসের ক্যামেরার সাহায্যে আশেপাশের সবকিছু লাইভ দেখতে পারবে। এমনিক খাতায় লেখা কোন অংক ক্যামেরার মাধ্যমে দেখে পর্যায়ক্রমে এর সমাধান করে দিতে সক্ষম। এছাড়াও ব্যবহারকারী কোন ধরনের ভুল করলে সঙ্গে সঙ্গে সেটি সমাধান করে দিতে পারবে।

ডিভাইসের ক্যামেরা আশেপাশেল কোন গাছের দিকে তাক করালে তা সরাসরি চিহ্নিত করতে পারবে এই চ্যাটবট। এমনকি চ্যাটজিপিটি ব্যবহারকারী ক্যামেরার সামনে মুখ দেখিয়ে কোন কথা বললেও তার আবেগ শনাক্ত করে সেই অনুযায়ী উত্তর দিতে পারবেন এই চ্যাটবট। তবে ব্যবহাকারীরা চাইলে এই ফিচারটি বন্ধ করেও রাখতে পারবে।

৪. ভাষার সর্মথন:

ভাষার সর্মথন: ওপেনএই এর মতে চ্যাটজিপিটি জিপিটি -৪ও এই নতুন মডেলটিতে ৫০টিরও বেশি ভাষায় চ্যাট করতে পারবে ব্যবহারকারীরা। এছাড়াও এসব কোন কোন কিছু অনুবাদও করতে সক্ষম এই চ্যাটবট। এমনকি দুই জন ভিন্ন ভিন্ন ভাষায় কথা বললেও সেটি লাইভ অনুবাদ করে দিতে পারবে এই চ্যাটবট।

৫. নতুন ব্রাউজার ইন্টারফেস ও অ্যাপ:

নতুন ব্রাউজার ইন্টারফেস ও অ্যাপ: নতুন এই মডেলটিতে চ্যাটজিপিটির ব্রাউজার ইন্টারফেসের পরিবর্তন করেছে ওপেনএআই। চ্যাটজিপিটির ওয়েব ইন্টারফেসে দেখা যাবে নতুন হোম স্ক্রিন, মেসেজ লেআউট। নতুন এই সংস্করেন আগের থেকে আইকনগুলো ছোট করা হয়েছে এবং সাইড প্যানেলটি লুকিয়ে রাখা হয়েছে। যার ফলে স্ক্রিনে এখন এরা ও বড় করে চ্যাটজিপিটির সঙ্গে ম্যাসেজগুলো দেখা যাবে।

এছাড়াও নতুন অ্যাপ চালু করা হয়েছে ম্যাক ব্যবহারকারীদের জন্য। তবে তা শুধু চ্যাটজিপিটি প্লাসের সাবস্ক্রাইবারবরা ব্যবহার কারতে পারবে।

৬. জিপিটি স্টোর:

জিপিটি স্টোর: জিপিটি হলো চ্যাটজিপিটির কাস্টম চ্যাটবট। এগুলো মাধ্যমে বিশেষ বিশেষ কাজ করানো সম্ভব। এখন জিপিটি স্টোরে ৩০ লাখেরও বেশি জিপিটি পাওয়া যাবে।

শেষকথাঃ প্রিয় ভিজিটর আশা করি চ্যাটজিপিটি নতুন মডেল সম্পর্কে বিস্তারিত একটি ধারানা পেয়েছেন, আমরা সবসময় আপনারদেরকে নতুন কিছু দিতে চেষ্টাকরি, তথ্যপ্রযুক্তি সম্পের্কে নিত্যনতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এবং আপনার বন্ধুদের সাথে আমাদের তথ্যগুলো শেয়ার করুন। ধন্যবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here