ফোনে ইন্টারনেট সমস্যা? সমাধান করবেন যে কৌশলে

0
290
ফোনে ইন্টারনেট সমস্যা? সমাধান করবেন যে কৌশলে
ফোনে ইন্টারনেট সমস্যা? সমাধান করবেন যে কৌশলে

ফোনে ইন্টারনেট সমস্যা? সমাধান করবেন যে কৌশলে

বর্তমান প্রযুক্তির যুগে ফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তবে ফোনে ইন্টারনেট ব্যবহারে বিভিন্ন সময় দেখা যায় ফোনে ইন্টারনেট সমস্যা, যা নিয়মিত কাজে বাধাসৃষ্টি করে। অনেক সময় ফোনের ইন্টারনেট প্যাকেজ বা ডেটা প্ল্যানের কারনেও এমন সমস্যা হতে পারে। তবে কিছু সময় ডেটা প্ল্যান ঠিক থাকলেও ফোনে ইন্টারনেট সমস্যা হতে পারে, তাই ডেটা প্ল্যান ঠিক থাকলে ফোনের কিছু বিষয় পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত। অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট কাজ না করলে যে বিষয়গুলো চেক করতে হবে, তা নিচে বিস্তারিত তুলে ধরা হলো:-

ফোনে ইন্টারনেট সমস্যা? সমাধান করবেন যে কৌশলে
ফোনে ইন্টারনেট সমস্যা? সমাধান করবেন যে কৌশলে

ফোনে ইন্টারনেট সমস্যা? সমাধান করবেন যে কৌশলে

ফোন রিস্টার্ট করা:-

অ্যান্ড্রয়েড ফোনের যেকোন সমস্যা সমাধানের প্রথমত সাধারণ পদ্ধতি হলো ফোন রিস্টার্ট করা। আপনার ফোনে ইন্টারনেট সমস্যা হলে ফোনটি রিস্টার্ট করে দেখা যেতে পারে। ফোনটি রিস্টার্ট করে কিছু সময় অপেক্ষা করুন এবং পুনঃরায় ফোনে ইন্টারনেট চালু করুন। এভাবে ট্রাই করে ফোনের সাময়িক সমস্যার সমাধান করা যেতে পারে।

ফোনের অপারেটিং সিস্টেম আপটেড করা:-

অনেক সময় দেখা যায় সফটওয়্যার আপটেড না থাকার ফলে ফোন নিয়ে বিভিন্ন সমস্যায় পরতে হয়। সফটওয়্যার আপটেড করার ফলে ফোনের বিভিন্ন সমস্যা সমাধান হয়ে যায়। এজন্য সব সময় প্রয়োজন আপটেড সংস্করণের অপারেটিং সিস্টেম ব্যবহার করা। ফোন কোন অপারেটিং সিস্টেমটি ব্যবহার করা হচ্ছে , তা চেক করতে প্রথমে >> সেটিংস মেনুতে চলে যান >> এরপর সিস্টেম আপটেড অপশনটি খুজে বের করুন। সেখানে অপারেটিং সিস্টেমটি আপটেড এর প্রয়োজন হলে তার নোটিফিকেশন দেখা যাবে।

ফোনের ক্যাশ মেমোরি ডিলিট করা:-

আমরা ফোনে যে অ্যাপগুলো ব্যবহার করি তা নিয়মিত তথ্য জমা করতে থাকে। এসব তথ্যগুলো ক্যাশ মেমোরিতে জমা হয়ে থাকে। যার ফলে ইন্টারনেট সংযোগে সমস্যা হতে পারে। এমনকি ফোনের কার্যক্ষমতাও কমে যায়। তাই ব্যবহৃত অ্যাপগুলোর ক্যাশ মেমোরি নিয়মিত ক্লিন রাখতে হবে। ফোনের স্টোরেজ এর পরিবর্ততে এসডি কার্ড বা অনলাইন ড্রপবক্স,গুগলড্রাইভের মতো স্টোরেজ ব্যবহার করতে পারেন। ফোনের ক্যাশ মেমোরি যখন ফুল হয়ে যায়, তখনই শুরু হয় নিত্যনতুন সমস্যা, ফোনটি স্লো কাজ করার পাশাপাশি ইন্টারনেট এর গতিও কমে যায়।

ঘরে বসে অনলাইন ইনকাম করার সেরা ১০টি উপায় – ২০২৪

অ্যাপের ডেটা খরচ চেক করা :-

এমন অনেক অ্যাপ আছে যেগুলো অনেক বেশি ডেটা খরচ হয় এবং পটভূমিতে সচল থাকে। এসব অ্যাপ সচর থাকার ফলে ইন্টারনেটের গাতিতে নেতিবাচক প্রভাব ফেলে। কোন অ্যাপে কত ডেটা খরচ হয় ফোনের সিটংসে গিয়ে তা দেখে নিতে পারেন। এছাড়ও পটভূমিতে সচল থাকা নির্দিষ্ট অ্যাপের ডেটা খরচের পরিমান নির্দিষ্ট করে দিতে পারেন।

ডিজিটাল মার্কেটিং কি ? কেন কিভাবে

নেটওয়ার্ক সেটিংস চেক করা:-

অনেক সময় দেখা যায় ফোনের নেটওয়ার্ক সেটিংসের কারনে ইন্টারনেট সংযোগ ব্যাহত হয়। তাই প্রথমে নেটওয়ার্ক সেটিংস পরীক্ষা করে নিন। ফোনের নেটওয়ার্ক সেটিংস পরীক্ষা করতে প্রথমে ফোনের সেটিংস-এ চলে যান >> এরপর নেটওয়ার্ক এবং ইন্টারনেট >মোবাইল নেটওয়ার্কে চলে যান। এবার ফোনের নেটওয়ার্ক মোডটি চেক করে দেখুন কোন মোডে রয়েছে। আপনার ফোনের নেটওয়ার্ক মোড ২জি বা ৩জি সেট করা থাকলে সেটি পরিবর্তন করে ৪জি বা ৫জি সেট করুন। এতে ফোনের ইন্টারনেট সমস্যা থেকে মুক্তি পাবেন।

ফেসবুক মার্কেটিং – Facebook Marketing Best Choice 2024

ফোন ফ্লাইট মোড করা:-

ফোনে ইন্টারনেট সমস্যা এড়াতে ফোনের ফ্লাইট মোড অন করে আবার অফ করে দিন। ফোনে ফ্লাইট মোড অন অফ করা হলে তখন কানেকশনও রিফ্রেশ হয়। ফলে এই উপায়েও ফোনে ইন্টারনেট সমস্যা সমাধান হতে পারে।

>> উপরের কোনটিতে যদি কাজ না হয় তাহলে একবার ফোনের সিমটি খুলে আবার সিমটি লাগিয়ে দেখুন। অনেক সময় সিম কার্ডেরও সমস্যা দেখা যায়। এবার ফোনের সেটিংসের গিয়ে নেটওয়ার্ক চেক করুন। তাতে যদি টাওয়ার দেখা না যায় তাহলে বুঝে নিতে হবে সিমটিতেই সমস্যা রয়েছে।

পুরাতন আইফোন কেনার আগে যা আপনার জানা জরুরী 2024

শেষকথা: প্রিয় ভিজিটর আশা করি উপরের নিয়মগুলো ফলো করে আপনি আপনার ফোনে ইন্টারনেট সমস্যা সমাধান করতে পারবেন। টেকনোলজি সম্পর্কিত যে কোন কিছু জানতে আমাদেরকে ম্যাসেজ করতে পারেন এবং টেকনোলজি সম্পর্কিত নিয়মিত পোস্টগুলো দেখতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here