About us | আমাদের সম্পর্কে – আইটি প্যালেস
বাংলা ভাষায় বিজ্ঞান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সমস্যার সমাধান, সেবা, সহায়তা, চর্চা ও প্রসার গড়ে তুলার উদ্দেশ্যে ২০২৪ সালের এপ্রিল মাস থেকে “আইটি প্যালেস (IT Palace)” ব্লগের যাত্রা শুরু হয়, এটি একটি প্রযুক্তি বিষয়ক ব্লগ সাইট যাতে, প্রযুক্তি, নেটওয়ার্কিং, কম্পিউটিং,ভার্চুয়ালাইজেশন, গ্যাজেট, ব্লগিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ফ্রিল্যান্সিং, ক্রিপ্টোকারেন্সি, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, সহ বিভিন্ন টেক সম্পর্কিত টিপ্স এন্ড ট্রিক্স, তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিবেদন প্রকাশ করা হয়। আমরা আশাবাদী যে আপনারা সেই সকল ইনফরমেশন থেকে উপকৃত হচ্ছেন।
এডমিনের কথা
অনেকটা শখের বশেই টেকটিউনস সহ বিভিন্ন সাইটে সময় অসময় ২/১ একটু লিখালিখি প্রকাশ করতাম, বর্তমান এই প্রযুক্তির সময়ে মনে হলো নিজের একটি ওয়েব সাইট করে নতুনদের জন্য কিছু করা সেই সুবাদেই “আইটি প্যালেস (IT Palace)” ব্লগের যাত্রা শুরু। মূলতো নেটওয়ার্কিং এর প্রতি আগ্রহ থেকেই ব্লগিং আসা। বাংলায় লেখালেখির মাধ্যমে সেগুলো আপনাদের শেয়ার করার উদ্দেশ্যেই আমার ব্লগ “আইটি প্যালেস (IT Palace).” প্রকাশ করি।
অনেকেই বলেন বাংলা ভাষায় ব্লগিং করে নাকি লাভ নেই!!! আমার মতে মাতৃভাষায় জ্ঞান চর্চায় ক্ষতি কিসে??
বিশেষ দ্রষ্টব্য-আমরা যেহেতু মানুষ, তাই আমাদেরও ভুল রয়েছে। এজন্য আমাদের তথ্য, পোষ্ট বা লেখালেখি থেকে যদি কখনো কোনো ভুল তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে অবহিত করবেন। নিচের দেওয়া ইমেইল সাপোর্টে ইমেইল করে দয়া করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল।
Mail Support 24/7
[email protected]